“আপনি হচ্ছেন নাইটওয়াচম্যান, আপনার উইকেট পরে গেলে দলের খুব একটা বেশী ক্ষতি হবে না।”
এরকমই খুব পরিচিত অথচ এন্ট্রি সিনে খুবই সাবলিলভাবে ডায়লগটা ডেলিভারি দিয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন গানের মানুষ পার্থ বড়ুয়া। তাকদীরে তার চরিত্রের নাম ছিল হিটম্যান। রহস্যময় এক চরিত্র। 
তাকদীর সিরিজে চঞ্চল চৌধুরী আর সুহেল মন্ডলের অসাধারন অভিনয়ের মাঝে তার দারুন অভিনয়টা হয়ত তেমন একটা চোখে পরেনি কিন্তু উনার জায়গায় উনি উনার বেষ্টটাই দিয়েছেন। স্ক্রিনে যতক্ষন ছিলেন ভালই আতঙ্ক ছড়িয়েছিলেন। বিশেষ করে উনার ডায়লগ ডেলিভারিগুলো ছিল দূর্ধান্ত। 
ডায়লগ হচ্ছে সিনেমার প্রান। তাকদীরে পার্থ বড়ুয়ার কয়েকটি ডায়লগ তেমনি প্রানের  সঞ্চার করেছিল।  ওনার কয়েকটি ডায়লগ ছিল অসাধারন। যেমন গ্রামের সাংবাদিক সাকিব কে উদ্দেশ্য করে একটা ডায়লগ ছিল 
“ আফসানা আপা একজন বিরাট সাংবাদিক, উনি হারিয়ে গেলেন, সবাই বলল Where is Afsana Where is Afsana?? আর যদি আপনে হারিয়ে যান? সবাই বলবে Who is Shakib??” 
এমনিতেই ডায়লগটা ছিল দারুন, তার উপর পার্থ বড়ুয়ার মুখের এক্সপ্রেসন, অভিনয় ছিল চোখে পরার মত। 
তেমনি সাংবাদিক রানার সাথে যখন উনার দেখা হয় সেখানেও অনেকগুলা দারুন ডায়লগ ব্যবহার করেছিলেন। তেমনি একটা ডায়লগ ছিল 
“ গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
কি মনে হয় পার হতে পারবেন?” 

রানার সিচুয়েসনটা বুঝতে পারলে এই ডায়লগের মানে বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। 
তাছাড়া আপনার উপর শান্তি বর্ষিত হোক ডায়লগটাও এসেছিল তার মুখ থেকে। 
সিনেমায় খুব অল্প কাজ করেছেন, স্ক্রিনে সময় ও পান কম। তার পরও উনি যথেষ্ট ভাল করেন। আয়নাবাজী এবং তোমায় ভেবে লেখা দুটি চলচিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভা ভালই দেখিয়েছেন। আর তাকদীরের স্মৃতি তো এখনও তরতাজা। আশা করি সমনে আর ভাল কিছু কাজ উপহার দিবেন। ভালবাসা নিবেন পার্থ বড়ুয়া। 

Post a Comment

নবীনতর পূর্বতন