মূলত তামিল ফিল্ম ভেট্টাই এর অফিশিয়াল রিমেক হলেও এই মুভিতে সবকিছু অনেক গ্রেন্ড স্কেলে দেখানো হয়েছে। যারা ভেট্টাই দেখেছেন তারা জানেন যে মুভিটি মূলত ব্রাদারহুড এর উপর ভিত্তি করে করা...আর একশান এর কথাতো বললাম না... জাস্ট তুখোড়... Baaghi 3 Review ***************** পরিচালক - আহমেদ খান প্রযোজক - সাজিদ নাদিয়াডওয়ালা অভিনয়ে - টাইগার শ্রফ, রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর ভাল দিক - ১) টাইগারের একশান অবতার, স্টান্ট ২) গতিশীল চিত্রনাট্য খারাপ দিক - ১) বাজে ডায়লগ রাইটিং (এজন্য হিরোপান্তি ২ খারাপ হওয়ার সম্ভাবনা বেশি) ২) কিছু কিছু জায়গায় সেই কাভি খুশি কাভি গাম মার্কা সিন আছে যা একবারে বিরক্তিকর বিশেষ করে এরকম একশান ফিল্মের ক্লাইমেক্সে তা খুবই বেমানান কারা মুভিটি দেখবেন - ১) হার্ডকোর কমার্শিয়াল একশান ফিল্ম যারা পছন্দ করেন যেমন গত বছরের ওয়ার ২) বাগী ১ আর ২ যাদের ভাল লেগেছিল কারা মুভিটি দেখবেন না - ১) সাউথের মুভিগুলোতে ফিজিক্স না খুঁজে যারা শুধু বলিউড মুভিতে ফিজিক্স খুঁজতে আসেন ২) টাইগারকে যারা পছন্দ করেননা...কারণ পুরো মুভিতে টাইগারকে একাই একশো হিসেবে দেখানো হয়েছে বক্স অফিস - কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই মুভির কালেকশানে নিশ্চিত সমস্যা হবে। মাস পাবলিক মুভিটি পছন্দ করলেও মনে হয় এটার ওয়ার্ল্ডওয়াইড কালেকশন বাগী ২ থেকে কম হবে... বিঃ দ্রঃ হলপ্রিন্টে দেখছি। ভালো প্রিন্ট আসলে নিশ্চয় আরো বেটার লাগবে... লিখেছেনঃ Md Atiq Alam সংগৃহিত : মুভি লাভারস অব বাংলাদেশ

Post a Comment

নবীনতর পূর্বতন